Nabadhara
ঢাকাশুক্রবার , ১৬ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

রামপালে ৪ কেজি গাঁজাসহ আটক ২

MEHADI HASAN
জুলাই ১৬, ২০২১ ৭:০৫ অপরাহ্ণ
Link Copied!

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপাল থানা পুলিশ ও বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহর সহযোগিতায় ৪ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে। এ ঘটনায় রামপাল থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের হয়েছে। আটকৃতরা হলো উপজেলার বাঁশতলী গ্রামের মোসলেম চৌধুরীর পুত্র মেজবাহ চৌধুরী ও শেখ ইলিয়াস আলীর পুত্র শেখ আব্দুল্লাহ আলো মামুন।

বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ রামপাল থানা পুলিশের সহযোগিতায় চাকশ্রী বাজার এলাকা তাদের আটক করেন। এ সময় তল্লাশী করে তাদের কাছে থাকা ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া গাঁজার মূল্য অনুমান ২ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়াও একই রাতে থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ফকিরহাটের পিলজংগ গ্রামের সবেদ আলী মল্লিকের পুত্র ইব্রাহিম মল্লিককে আটক করে করেন। আটকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে বাইন তলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ বলেন, আমার ইউনিয়নকে মাদকমুক্ত রাখতে সর্বশক্তি নিয়োগ করেছি। মাদকের ব্যাপারে জিরো টলারেন্স।

রামপাল থানায় ওসি মো. শামসুদ্দিন আসামি আটক ও মামলার বিষয়টি নিশ্চিত করে নবধারা কে বলেন, এ থানাকে মাদকমুক্ত রাখতে অভিযান অব্যাহত রেখেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।