Nabadhara
ঢাকাশনিবার , ১৭ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ঈদ উপহার নিয়ে বৃদ্ধাশ্রমের বাবা মা‌য়ে‌দের পা‌শে পথ‌শিশু সেবা সংগঠন

MEHADI HASAN
জুলাই ১৭, ২০২১ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

নবধারা প্রতিনিধিঃ

ঈদ উপল‌ক্ষ্যে গোপালগ‌ঞ্জে বৃদ্ধাশ্রমে থাকা অসহায় বাবা মা‌য়েদের মা‌ঝে ঈদ উপহার বিতরণ ক‌রে‌ছে পথ‌শিশু সেবা সংগঠন।

শ‌নিবার দুপু‌রে জেলার কাশিয়ানী উপ‌জেলার হাইসুর বৃদ্ধাশ্রমে তা‌দের সকলের হা‌তে নতুন শা‌ড়ি, লু‌ঙ্গি ও ফতুয়া তুলে দেন এই সেচ্ছা‌সেবী সংগঠ‌নের সদস্যরা। এসময় সংগঠন‌টির সভাপ‌তি ফারজানা আক্তার খু‌শি, হাইসুর বৃদ্ধাশ্রমের সেবক আশুতোষ বিশ্বাসসহ অন্যরা উপ‌স্থিত ছি‌লেন।

হাইসুর বৃদ্ধাশ্রমের সেবক আশু‌তোষ বিশ্বাস ব‌লেন, এই সংগঠ‌নের সদস্যরা অতী‌তেও বি‌ভিন্ন উপহার, খাদ্য সামগ্রী দি‌য়ে অসহায় বাবা মা‌য়ে‌দের পা‌শে থেকেছেন। এবা‌রো তারা বৃদ্ধাশ্রমে থাকা সবাই‌কে ঈদ উপহার দি‌লেন। এই সংগঠ‌নের মান‌বিক কার্যক্রমে আমারা সবাই খু‌শি হ‌য়ে‌ছি। তা‌দের সক‌লের সাফল্য কামনা কর‌ছি।

সংগঠ‌নটির সভা‌প‌তি ফারজানা আক্তার খু‌শি নবধারা কে বলেন, গত ৫ বছর ধ‌রে পথ‌শিশু ও অসহায় মানু‌ষদের জন্য কাজ কর‌ছে পথ‌শিশু সেবা সংগঠন। বি‌ভিন্ন উৎসব ও দূ‌র্যোগকালীন সম‌য়ে মানু‌ষের পা‌শে থাকা তা‌দের উদ্দেশ্য। এবা‌রের ঈ‌দে বৃদ্ধাশ্রমে থাকা বাবা মা‌য়ে‌দের মা‌ঝে ১৪‌টি শা‌ড়ি, ৭‌টি লু‌ঙ্গি ও ৭‌টি ফতুয়া উপহার দেয়া হ‌য়ে‌ছে। আগামী‌তেও মানব কল্যাণে এমন মান‌বিক কার্যক্রম অব্যাহত রাখ‌বে তার সংগঠ‌নের সদস্যরা।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।