নাটোর প্রতিনিধি
নাটোরে বেসরকারি জনসেবা হাসপাতালের নিজ কক্ষ থেকে ডা. আমিনুল ইসলাম (৬৫) এর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের মাদরাসা মোড় এলাকায় অবস্থিত হাসপাতালের তৃতীয় তলায় তার কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ডা. আমিনুল ইসলাম জনসেবা হাসপাতালের স্বত্বাধিকারী এবং জেলা জিয়া পরিষদের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, খবর পেয়ে জেলা পুলিশ, ডিবি ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, “পুলিশ প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।