সেপ্টেম্বর উইন্ডোতে বাংলাদেশের হয়ে খেলবেন না হামজা চৌধুরি। তিনি সেপ্টেম্বরে আসবেন না এমন আঁচ অনেকদিন আগে ফুটবলাঙ্গনে ছড়ালেও আজই (মঙ্গলবার) বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাফুফে। ফিফা উইন্ডোতে ৬ ও ৯ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে দুই ম্যাচ খেলার জন্য আগামীকাল কাঠমান্ডুর উদ্দেশে রওনা হবেন তপু বর্মণরা।
আজ বিকেলে বাফুফে ভবনে এসেছিলেন জাতীয় দলের ম্যানেজার আমের খান। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও ছিলেন ফেডারেশনে। সভাপতির সঙ্গে আলোচনার পর ফেডারেশন ভবন থেকে জাতীয় স্টেডিয়ামে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকদের ম্যানেজার আমের বলেন, ‘নেপাল সফরে হামজা আসছেন না। শেষ ম্যাচে তিনি কিছুটা ব্যথা পেয়েছেন। আবার ১৩ সেপ্টেম্বর লেস্টার সিটির খেলা রয়েছে। ক্লাবের সূচি এবং সুস্থতা বিবেচনায় হামজা সেপ্টেম্বর উইন্ডোতে নেপালে খেলবে না এটা তার এজেন্ট আমাদের জানিয়েছে।’
কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার তালিকায় থাকায় বাফুফে হামজাকে চেয়ে লেস্টার সিটিতে চিঠিও দিয়েছিল। ফিফা উইন্ডোতে ৪৮ ঘণ্টা আগে ক্লাব ফুটবলার ছাড়তে বাধ্য। সেই হিসেবে ৬ সেপ্টেম্বর ম্যাচের জন্য ৪ সেপ্টেম্বর হামজার কাঠমান্ডু থাকার কথা। হামজা সরাসরি নেপালে আসবেন এমন পরিকল্পনা নিয়ে কাজ করছিল ফেডারেশন। বাফুফে সভাপতি হামজাকে নেপালে খেলানোর চেষ্টাও করেছিলেন। ফিফার আইন পক্ষে থাকলেও ভবিষ্যতে গুরুত্বপূর্ণ পথচলা মসৃণ রাখতে লেস্টার ও হামজার এজেন্টের সঙ্গে খানিকটা নমনীয় ছিল ফেডারেশন।
গত শুক্রবার ইংলিশ লিগ চ্যাম্পিয়নশিপে বার্মিংহাম সিটির মুখোমুখি হয় হামজা চৌধুরীর ক্লাব লেস্টার সিটি। ২-০ গোলে জয়ের ম্যাচটিতে অবশ্য পায়ে চোট নিয়ে মাঠ ছাড়তে হয় এই বাংলাদেশি তারকাকে। বার্মিংহামের কেসি এন্ডারসনের সঙ্গে সংঘর্ষে হামজা পায়ে আঘাত পেয়ে কিছুক্ষণ খুড়িয়ে হাঁটার পরই বদলি হিসেবে উঠে যান। হামজার চোট নিয়ে লেস্টার কিংবা ইংলিশ গণমাধ্যম সেভাবে কিছু জানায়নি। পরে জয় উদযাপনের কিছু ছবি সামাজিক মাধ্যমে দেন এই তারকা মিডফিল্ডার।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.