মোঃ জিহাদুল ইসলাম, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানার পহরডাঙ্গা গরুর হাটে ভুক্তভোগী কর্তৃক রফিকুল ইসলাম (২২) নামে এক পকেটমারকে ধরে ডিবি পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।গতকাল ১৮ জুলাই (রবিবার) অপরাহ্নে এ ঘটনা ঘটে। আটকটকৃত রফিকুল ইসলাম বাগেরহাটের চিতলমারী থানার লালুয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষ দর্শীরা জানান, গোপালগঞ্জ জেলার ঘোষেরচর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে লিটন তালুকদার (৩৬) নড়াগাতী থানার পহরডাঙ্গা হাটে গরু কিনতে আসে। হাটের ভিড়ে ওই পকেটমার তার প্যান্টের বাম পকেটে হাত ঢুকিয়ে দিলে ৬২ হাজার টাকাসহ লিটন তালুকদার তাকে ধরে নড়াগাতী থানার দায়িত্বপ্রাপ্ত জেলা বিশেষ শাখার ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ ইমারত হোসেন ও এএসআই নাজিম (ডিবি) এর কাছে হস্তান্তর করেন। অতঃপর লিটন তালুকদারকে তার পকেটে থাকা ৬২ হাজার টাকা বুঝিয়ে দেন।
পুলিশের ইন্সপেক্টর মোঃ ইমারত হোসেন নবধারা কে বলেন, ভুক্তভোগীর সম্পূর্ণ টাকা বুঝিয়ে দিয়ে পকেটমার রফিকুলকে নড়াগাতী থানায় হস্তান্তর করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম তাকে ১ মাসের জেল প্রদান করেন।