শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে শেখ তন্ময় অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবী ও উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের করোনা প্রতিরোধী সুরক্ষা উপকরণ প্রদান করেছেন। রবিবার বিকাল ৪ টায় উপজেলা পরিষদ চত্বরে শেখ তন্ময় অক্সিজেন ব্যাংকের স্বেচ্ছাসেবীদের হাতে পিপিই, মাস্ক, হ্যান্ড গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার ও অক্সিজেন ব্যাংকের গেঞ্জি তুলে দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়।
এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, সদর ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের য্গ্মু-সাধারণ সম্পাদক শামীম আনোয়ার বাবু, অবনী মোহন বসু, প্রচার সম্পাদম এস এম এ শোয়েল, কোষাধ্যক্ষ মোঃ মকবুল হোসেন মুন্সী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রবীন হীরা প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।