Nabadhara
ঢাকাসোমবার , ১৯ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

করোনায় মারা গেলেন নাজিরপুরের পুলিশ কর্মকর্তা

MEHADI HASAN
জুলাই ১৯, ২০২১ ৬:১৭ অপরাহ্ণ
Link Copied!

নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পুলিশ ইন্সপেক্টর (ওসি) মোঃশহিদুল ইসলাম শাহিনের (৫৭)।তিনি সোমবার (১৯ জুলাই) ভোর ৪.১৫ টার দিকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি-রাজেউন)। মৃত্যু কালে তিনি স্ত্রী ৩ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।তিনি পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও নাজিরপুর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান মরহুম আব্দুস সত্তারের জেষ্ঠ্য পুত্র।তিনি খুলনা জেলায় সিআইডি পুলিশের ইন্সেপেক্টর (ওসি) হিসাবে কর্মরত ছিলেন।

তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার মেঝো ভাই নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম বিলু।তিনি জানান (শাহিন) গত ২২ মে থেকে করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন।পরে তার নমুনা পরীক্ষা করালে করোনা আক্রান্ত হিসাবে সনাক্ত হন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম। তিনি মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে বলেন,ওসি শহিদুল ইসলাম শাহীন ছিলেন এক জন চৌকস পুলিশ অফিসার ও নাজিরপুরের একটি সমাজ সেবক পরিবারের সন্তান।তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ হারালো একজন চৌকস ও সৎ পুলিশ কর্মকর্তা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।