Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আল মামুন নাশকতার মামলায় গ্রেপ্তার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ৫, ২০২৫ ৮:২০ পূর্বাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আড়িয়া ইউনিয়নের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান ফিরোজ আল মামুন নাশকতার মামলায় গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া কলেজ চত্বর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফিরোজ আল মামুন স্থানীয়দের সঙ্গে কলেজ চত্বরে কথা বলছিলেন। এসময় কালিদাসপুর ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে জানান, থানার ওসির সঙ্গে দেখা করতে হবে। পরে দৌলতপুর থানার একটি পিকআপ ভ্যান এসে তাকে থানায় নিয়ে যায়।

 

দৌলতপুর থানার ওসি মো. সোলাইমান শেখ জানান, ফিরোজ আল মামুনের বিরুদ্ধে নাশকতা ও ফিলিপনগর এলাকায় আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে। তিনি বর্তমানে থানা হেফাজতে আছেন এবং শুক্রবার (৫ সেপ্টেম্বর) আদালতে সোপর্দ করা হবে।

 

এদিকে হঠাৎ গ্রেপ্তারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, জনপ্রিয় নেতা ফিরোজ আল মামুনকে বিনা দোষে গ্রেপ্তার করা হয়েছে। তার মুক্তির দাবিও জানিয়েছে তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।