Nabadhara
ঢাকাশনিবার , ৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় ফেসবুকের ফেক আইডির মাধ্যমে অপপ্রচার

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি
সেপ্টেম্বর ৬, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ,খুলনা প্রতিনিধি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের ভুয়া আইডি ও পেজ ব্যবহার করে তেরখাদা উপজেলার একাধিক সম্মানিত ব্যক্তি ও রাজনৈতিক নেতার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ উঠেছে। ‘

তেরখাদার বার্তা’, ‘Md Hasan’ এবং ‘Terokhada Updates’ নামের কয়েকটি পেজ ও আইডি থেকে ধারাবাহিকভাবে চালানো হচ্ছে মিথ্যা তথ্য ও চরিত্রহননের প্রচারণা, যা ইতোমধ্যেই রাজনৈতিক পরিবেশে উত্তেজনা এবং সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এসব ফেসবুক অ্যাকাউন্ট থেকে নিয়মিতভাবে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মিথ্যা গল্প এবং ব্যক্তিগত আক্রমণমূলক পোস্ট করা হচ্ছে। এতে একদিকে যেমন ব্যক্তিগত ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে, অন্যদিকে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে এসব গুজব ও অপপ্রচার।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সাজ্জাদ হোসেন নান্টা, মিল্টন হোসেন মুন্সী, আবুল হোসেন বাবু, ছাগলাদাহ ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদ সিং,যুবদল নেতা ওহিদ শেখ, গোলাম মোস্তফা ভুট্টো, সোহেল শেখ,সৌদি প্রবাসী খান সিরাজুল ইসলাম,সাংবাদিক রাসেল আহমেদ,বারাসাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন এবং উপজেলা পরিষদের কর্মচারী আবু হুজাইফাসহ অনেকে।

ভুক্তভোগীদের অনেকেই শনিবার (৬ সেপ্টেম্বর) তেরখাদা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে খুলনা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইউনিট তদন্ত শুরু করেছে বলে জানিয়েছেন তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। তিনি জানান, “আমরা ইতোমধ্যে অভিযোগগুলো তদন্ত করে দেখছি এবং সংশ্লিষ্ট ফেসবুক আইডি ও পেজ শনাক্তে প্রযুক্তিগত সহায়তা গ্রহণ করছি। আইন লঙ্ঘনের প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী,এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। দলটির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কওসার আলী বলেন, “আমাদের নেতাকর্মীদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই এই মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।” বিএনপি নেতা নেতা কামরুল মোল্লা দাবি, “একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে এসব অপকর্মে লিপ্ত। প্রশাসনের উচিত দ্রুত আইনি পদক্ষেপ গ্রহণ করা।”

সাংবাদিক মহলেও বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। প্রবীণ সাংবাদিক নূর মোহাম্মদ সিফাত বলেন, “সম্মানিত সাংবাদিক ও সামাজিক ব্যক্তিত্বদের বিরুদ্ধে এমন পরিকল্পিত হামলা শুধু ব্যক্তি নয়, গোটা সমাজকে দ্বিধাবিভক্ত করছে।”

উল্লেখযোগ্য বিষয় হলো, সরকারি তথ্য অনুযায়ী তেরখাদা উপজেলার মোট জনসংখ্যা ১ লাখ ১০ হাজার ৬২৭ জন। এর মধ্যে অধিকাংশ মোবাইল ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয়। তরুণদের অনেকে মজা কিংবা পরিচয় গোপনের জন্য ভুয়া আইডি খুললেও বর্তমানে এসব আইডি ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য।

এলাকার সচেতন মহল মনে করছে, এখনই যদি এসব সাইবার অপরাধের বিরুদ্ধে কঠোর নজরদারি ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণ না করা হয়, তবে ভবিষ্যতে এই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।