শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া কেন্দ্রীয় শাহী ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা নুরুল আমিম।
জামাতের আগে বয়ানে কোরবানির তাৎপর্য তুলে ধরা হয়। নামাজ শেষে করোনাভাইরাস থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করেন ইমাম।
এছাড়া উপজেলার চিতলমারী উপজেলা পরিষদ মসজিদ,বড়গুণী মাদ্রাসা জামে মসজিদ, হিজলা, শিবপুর, কলাতলা, চিংগড়ী, মুন্সি বাড়ি জামে মসজিদ, মৈজোড়া আলিয়া মাদ্রাসা জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজা অনুষ্ঠিত হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।