বাইজীদ সা’দ, ডেস্কঃ
করোনা সংক্রমণ রোধে শুক্রবার ২৩ জুলাই থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত সরকার ঘোষিত লকডাউনের আজ প্রথম দিনে টুঙ্গিপাড়ায় প্রশাসন লকডাউন মানাতে জনগণকে বাধ্য করতে মাঠে তৎপর রয়েছে। গণ-পরিবহণ চলাচল বন্ধ থাকলেও ভ্যান, অটোরিক্সা, মটর বাইক যত্রতত্র চলেছে।
আজ শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম টুঙ্গিপাড়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে জনসাধারণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে নজরদারি করেন। এ সময় তার ব্যাপক তৎপরতা লক্ষ করা গেছে।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম নবধারা কে বলেন, টুঙ্গিপাড়ায় ব্যাপকহারে করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। আপনারা সরকারি নির্দেশনা অনুযায়ী লকডাউন মেনে চলুন। লকডাউন নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ২৪ ঘন্টা মাঠে থাকবে। বিনা কারণে কেউ যত্রতত্র ঘোরাফেরা করবেন না। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলতে হবে।