Nabadhara
ঢাকাশনিবার , ২৪ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টিতে ভিজে অসহায় ব্যক্তির বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিলেন কোটালীপাড়ার ইউএনও 

MEHADI HASAN
জুলাই ২৪, ২০২১ ৪:১৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধিঃ

বৈরী আবহাওয়ার মধ্যে বৃষ্টিতে ভিজে অসহায় ব্যক্তির বাড়িতে খাদ্যসামগ্রী পৌছে দিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস ওয়াহিদ।

গত শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ উপজেলার কলাবাড়ি ইউনিয়নের বুরুয়া গ্রামের শান্তি রঞ্জন বিশ্বাসের বাড়িতে গিয়ে তার হাতে খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রাশেদুর রহমান, কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা তার সাথে ছিলেন।

জানাগেছে, সম্প্রতি অসহায় শান্তি রঞ্জন বিশ্বাসের পরিবারকে নিয়ে জ্ঞানের আলো পাঠাগার তাদের ফেসবুকে একটি  পোস্ট দেয়। এই পোস্ট দেখে উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ বৈরী আবহাওয়ার মাঝে খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয় অসহায় শান্তি রঞ্জন বিশ্বাসের বাড়ি। এ সময় তিনি তার বসত ঘরটি দেখে সরকারি অনুদানে একটি ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

শান্তি রঞ্জন বিশ্বাস বলেন, বৃষ্টিতে ভিজে ইউএনও স্যার আমার বাড়িতে চাল, ডাল, তেলসহ নানা ধরণের খাদ্যসামগ্রী নিয়ে এসেছেন। তিনি আমাকে একটি ঘর দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমানে আমরা যে ঘরে বসবাস করছি সেই ঘরে একটু বৃষ্টি হলেই পানি পড়ে। অনেক কষ্টে আমরা এই ঘরে বসবাস করছি। স্যার যদি আমাদের একটি নতুন ঘর দেন তাহলে আমাদের বসবাসের কষ্ট আর থাকবে না।

কলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইকেল ওঝা বলেন, একটি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দিতে বৃষ্টিতে ভিজে একজন ইউএনও যে ভাবে ছুটে এসেছেন তাহা সত্যিই বিরল। এই মহানুভবতার জন্য ইউএনও স্যারকে ধন্যবাদ জানাই।

উপজেলা নির্বাহী অফিসার ফেরদৌস ওয়াহিদ নবধারা কে বলেন, শান্তি রঞ্জন বিশ্বাস নানা রোগে আক্রান্ত। তার একটি ছেলে প্রতিবন্ধী। সংসারে আয় করার মতো তেমন কেই নেই। পরিবারের ৫সদস্য একটি জরাজীর্ণ ঘরে বসবাস করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পেয়ে আমি শান্তি রঞ্জন বিশ্বাসের বাড়িতে যাই। এই পরিবারটিতে কিছু সরকারি সুযোগ সুবিধা চলমান রয়েছে। এদের একটি বসত ঘর প্রয়োজন। আমি খুব শীঘ্রই এদের জন্য একটি ঘরের ব্যবস্থা করবো।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।