Nabadhara
ঢাকারবিবার , ২৫ জুলাই ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জরিমানা না করে ১০ দিনের খাদ্য সামগ্রী দিলেন টুঙ্গিপাড়ার ইউএনও

MEHADI HASAN
জুলাই ২৫, ২০২১ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

বাইজীদ সা’দ, ডেস্কঃ

 লকডাউনে তারা রেখেছেন দোকান খোলা অথচ উপজেলা নির্বাহী অফিসারের ব্যতিক্রমী উদ্যোগে জরিমানার বদলে পেলেন ১০ দিনের উপহার খাদ্য সামগ্রী।

শনিবার (২৫ জুলাই) রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার লকডাউনের নজরদারিতে বের হন উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম। এ সময় উপজেলার বিভিন্ন মোড়ে চায়ের দোকান খোলা দেখে জরিমানা না করে নির্বাহী অফিসার সেগুলো বন্ধ করে দেন এবং দোকান মালিকদের হাতে প্রধানমন্ত্রীর উপহার ১০ দিনের খাদ্য সামগ্রী তুলে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, তেল, ডাল, চিনি ও লবণ।

দোকানদার ওলিউল্লাহ বলেন, পেটের জ্বালায় দোকান খুলতে হয়। সপ্তাহে কিস্তি আছে ২টা, দোকান না খুললে  কিভাবে কিস্তি দেবো? সরকার খাবার দেওয়ায় তবুও খাবারের চিন্তা তো গেল।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম নবধারা কে  বলেন, লকডাউনের কারণে সমস্ত দোকানপাট বন্ধ রাখতে বলা হয়েছে। কিন্তু তারপরও বিভিন্ন স্থানে চায়ের দোকান খোলা রাখায় তাদের কে জরিমানা না করে আমরা দোকান বন্ধ করে দেই। এবং মাননীয় প্রধানমন্ত্রী উপহার ১০ দিনের খাদ্য সামগ্রী দেওয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী করোনার প্রভাবে টুঙ্গিপাড়ার কর্মহীন মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দেয়ার নির্দেশ বাস্তবায়ন করা হচ্ছে। খাদ্যসামগ্রী পেয়ে চায়ের দোকানদাররা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।