Nabadhara
ঢাকারবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নড়াইলে আইনশৃঙ্খলা কমিটির সভা

স্টাফ রিপোর্টার,নড়াইল
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার,নড়াইল

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তি পূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে নড়াইলে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-পরিচালক জুলিয়া সুকায়না,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-সচিব লিংকন বিশ্বাস,নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুল ইসলাম, জামায়াত নেতা হেমায়েতুল হক হিমু,হিন্দু বৌদ্ধ, খ্রিষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি কল্যাণ মুখার্জি,বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিলন ঘোস,পূজা উদযাপন পরিষদ নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট পঙ্কজ বিহারি ঘোষ অন্নসহ প্রমুখ।

সভায় জানানো হয়,এবছর জেলায় মোট ৫২৪টি পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলায় ২৩৯টি, লোহাগড়া উপজেলায় ১৪৪টি, কালিয়া উপজেলায় ৮৬টি এবং নড়াগাতি থানায় ৫৫টি মন্ডপ রয়েছে। বক্তারা বলেন,পূজা মন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখা এবং সর্বন্তরের মানুষের সহযোগিতায় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।