নবধারা ডেস্ক
ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন এখন টেলিভিশনের রিপোর্টার মো. বাইজীদ হোসেন সা’দ। টেলিভিশনে স্বাস্থ্য বিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ক্যাটাগরিতে তিনি এই অ্যাওয়ার্ড পান।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মালিবাগের স্কাই সিটির ব্যাংকোয়েট হলে মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া আয়োজিত অনুষ্ঠানে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
‘ঘণ্টার পর ঘণ্টা দেরি করে আসছেন ডাক্তার: সুস্থ হতে এসে হাসপাতালে আরো অসুস্থ হচ্ছেন রোগী’ শীর্ষক শিরোনামে এখন টেলিভিশনে প্রকাশিত বিশেষ প্রতিবেদনের জন্য এ অ্যাওয়ার্ড পান কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক বাইজীদ সা’দ।
এছাড়া অনুষ্ঠানে শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, ব্যবসা-বাণিজ্য, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা সহ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন তার স্বীকৃতি জানাতে ২০টি ক্যাটাগরিতে ৫০ জন কে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড-২০২৫ সম্মাননা প্রদান করা হবে।
এর আগে কবি নজরুল সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কনকসাস) বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪ পান বাইজীদ সা’দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.