শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
বাগেরহাটের চিতলমারীতে করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছেন।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন আলীর নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে সদর বাজারসহ আশেপাশের এলাকায় অভিযান চালানো হয় ও মাস্ক বিতরন করা হয়। এসময় বিধিনিষেধ অমান্য করায় বেশকয়েক জনকে জরিমানা করা হয়েছে।
এছাড়া সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সকলকে সরকারী বিধিনিষেধ , মাস্ক ব্যাবহার ও সামাজিক দুরত্ব মেনে চলতে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যরা সকলকে উদ্বুদ্ধ করেন।
এছাড়া উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা উপজেলার বিভিন্ন এলাকায় মাস্ক বিতরন ওকরোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেছেন। এসময় সরকারী নির্দেশ অমান্য করায় বেশ কয়েকজনকে অর্থ দন্ড প্রদান করেছেন।