মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে ২০পিস ইয়াবাসহ মাদক কারবারি সাজিল শেখ (২২)কে আটক করেছে মোল্লাহাট থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার রাত ৮টায় উপজেলার ভান্ডারখোলা গ্রাম থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারি সাজিল শেখ এ উপজেলার ভান্ডারখোলা গ্রামের মৃত হাসমত শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মোল্লাহাট থানায় মামলা রুজু হয়েছে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাশ নবধারা কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রবীর কুমার এর নেতৃত্বে এএসআই মোঃ রাশেদুল হাসান ও এএসআই লিয়াকত হোসেন তাঁকে আটক করেন।
পরে তাঁর বিরুদ্ধে মোল্লাহাট থানায় মামলা রুজু হয়েছে। (আজ) সোমবার সকালে মাদক কারবারি সাজিল শেখকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.