Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে বিক্ষোভ

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল ও ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে ময়মনসিংহের নান্দাইলে বিক্ষোভ সমাবেশ, মিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে ইত্তেফাকুল উলামা ও জামায়াতে ইসলাম নান্দাইল শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের ইসলামী তওহীদি জনতাও অংশ নেন।

 

সমাবেশে সভাপতিত্ব করেন মুফতী ইব্রাহিম কাসেমী এবং সঞ্চালনা করেন মাওলানা ওয়ালী উল্লাহ। বক্তব্য রাখেন জামায়াত সমর্থিত এমপি প্রার্থী এডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম চান, কাজী মাওলানা আব্দুস সাত্তার, মুফতী এনায়েতুল ইসলাম মুক্তি, মুফতী শহীদুল্লাহ, মাওলানা আমরুল্লাহ, মুফতী শামছুল ইসলাম রাহমানী, কাজী শামছুদ্দিন, মাওলানা নূরুল আলম প্রমুখ।

 

বক্তারা বলেন, “মুসলিম প্রধান দেশে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সঙ্গীত শিক্ষক নিয়োগ একটি পরিকল্পিত ধর্মবিমুখ নীতি। ইসলাম ধর্মে বাদ্যযন্ত্র ব্যবহার নিষিদ্ধ হলেও শিক্ষানীতিতে সঙ্গীতকে বাধ্যতামূলক করা হচ্ছে, যা জাতীয় স্বার্থ ও ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী।” তারা দাবি জানান, প্রতিটি বিদ্যালয়ে একজন যোগ্য ধর্মীয় শিক্ষক নিয়োগ এবং দ্বাদশ শ্রেণি পর্যন্ত ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।

 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।