Nabadhara
ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে নবীন বরণ, জ্ঞানের আলোয় নতুন দিনের যাত্রা

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

বর্ণিল আয়োজনে শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক দিকনির্দেশনা এবং নবীন-প্রবীণ শিক্ষার্থীদের উষ্ণ উপস্থিতিতে ফরিদপুরের আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) কলেজ মিলনায়তনে আয়োজিত ‘ওরিয়েন্টেশন ক্লাস-২০২৫’ শীর্ষক এই নবীন বরণ অনুষ্ঠানটি ছিল আনন্দ, অনুপ্রেরণা আর ভালোবাসার এক অসাধারণ মিলনমেলা।

অনুষ্ঠানের শুরুতেই নবাগত শিক্ষার্থীদের ফুল ও উষ্ণ ভালোবাসায় বরণ করে নেন কলেজের শিক্ষক-শিক্ষিকারা। এ যেন কেবল একটি নতুন শিক্ষাপ্রতিষ্ঠানে পদার্পণ নয়, বরং জ্ঞানের আলোয় উদ্ভাসিত এক নতুন জীবনের শুভ সূচনা। শিক্ষার্থীদের চোখে-মুখে ছিল উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন আর সম্ভাবনার স্ফুলিঙ্গ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুস সালাম। তাঁর উদ্দীপনামূলক বক্তব্যে তিনি বলেন, “একাদশ শ্রেণিতে তোমাদের পদার্পণ একটি নতুন অধ্যায়ের সূচনা—একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। এই কলেজ কেবল পাঠ্যবইয়ের জ্ঞান দেয় না, মানুষ হিসেবে নিজেকে গড়ার শিক্ষা দেয়। তোমাদের মধ্য থেকেই একদিন ভবিষ্যতের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, উদ্যোক্তা, সাহিত্যিক, এমনকি রাষ্ট্রনায়ক জন্ম নেবে।” তিনি শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ মহসিন মিয়া। তিনি বলেন, “আমরা তোমাদেরকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করেছি, কারণ প্রতিটি শিক্ষার্থী আমাদের কাছে একটি সম্ভাবনার ফুল। তোমাদের সুবাসই একদিন সমাজে, জাতিতে এবং বিশ্বে ছড়িয়ে পড়বে।” তিনি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব এবং শ্রদ্ধার পরিবেশ গড়ে তোলার ওপর জোর দেন। তিনি আরও বলেন, “আমাদের শিক্ষকবৃন্দ তোমাদের পথপ্রদর্শক এবং তোমাদের সহপাঠীরা হবে তোমাদের সহযাত্রী। কোনো দ্বিধা বা সংকোচ নয়, তোমাদের প্রতিটি প্রশ্ন, চিন্তা ও স্বপ্নের জন্য আমরা সর্বদা পাশে আছি।”

 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন প্রভাষক বিভূতি-ভূষণ বিশ্বাস, সমাজবিজ্ঞান বিভাগীয় প্রধান বিষ্ণুপদ মন্ডল, ইসলামের ইতিহাস বিভাগীয় প্রধান আ. রশিদ খান, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শামসুজ্জামান মিনা, প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস এবং প্রভাষক মো. মেহেরুল ইসলাম। বক্তারা সকলেই নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই দুই বছর যেন কেবল পরীক্ষার প্রস্তুতি নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলার প্রস্তুতি হয়। তাঁরা শিক্ষার্থীদেরকে নিজেদের লক্ষ্য নির্ধারণ করতে, আত্মবিশ্বাস গড়ে তুলতে এবং প্রতিটি দিনকে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

 

বক্তব্য পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, কবিতা আবৃত্তি এবং মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মধ্যে এক বন্ধুত্বপূর্ণ বন্ধন গড়ে ওঠে। এই অনুষ্ঠানটি কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং নতুন শিক্ষার্থীদের কলেজ জীবনের প্রথম দিনটিকে একটি অবিস্মরণীয় স্মৃতিতে পরিণত করেছে।

সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত দক্ষতার সঙ্গে পরিচালনা করেন আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মাহিদুল হক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।