Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গার দুই ইউনিয়ন বিষয়ে পুনর্বিবেচনার আবেদন জানালেন ফরিদপুরের ডিসি

ফরিদপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধসহ আন্দোলন অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা বিষয়টিকে জনগণের আন্দোলন হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।

 

সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি প্রেরণ করেন।

 

ডিসির স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ৪ সেপ্টেম্বর প্রকাশিত নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নিধারণ করা হয়। তাতে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই এলাকাবাসী মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ শুরু করে, যা ধীরে ধীরে আইনশৃঙ্খলার অবনতির দিকে গড়ায়।

 

চিঠিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় মহাসড়ক ও রেলপথ অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হয় এবং সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে পড়ে।

 

ডিসি জানান, ভাঙ্গার দুই ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের জনগণ মেনে নিতে পারেনি। আন্দোলনে উভয় আসনের সর্বস্তরের জনগণ যুক্ত হয়েছে। বিষয়টি পুনর্বিবেচনা না করা হলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।

 

চিঠিতে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) অন্তর্ভুক্ত আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

 

এদিকে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা এলাকাবাসীর পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।