ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-২ আসনের নগরকান্দায় যুক্ত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধসহ আন্দোলন অব্যাহত রয়েছে। এ প্রেক্ষাপটে জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল হাসান মোল্লা বিষয়টিকে জনগণের আন্দোলন হিসেবে উল্লেখ করে নির্বাচন কমিশন সচিবালয়ে পুনর্বিবেচনার আবেদন জানিয়েছেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে অন্তর্ভুক্ত করার দাবিতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বরাবর একটি চিঠি প্রেরণ করেন।
ডিসির স্বাক্ষরিত ওই চিঠিতে উল্লেখ করা হয়, ৪ সেপ্টেম্বর প্রকাশিত নির্বাচন কমিশনের গেজেটে ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের সীমানা পুনর্নিধারণ করা হয়। তাতে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করা হয়। এ সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই এলাকাবাসী মহাসড়ক ও রেলপথ অবরোধসহ বিক্ষোভ শুরু করে, যা ধীরে ধীরে আইনশৃঙ্খলার অবনতির দিকে গড়ায়।
চিঠিতে উল্লেখ করা হয়, সর্বশেষ ১৫ সেপ্টেম্বর বিক্ষোভকারীরা ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, থানা, হাইওয়ে পুলিশের কার্যালয় ও সরকারি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় মহাসড়ক ও রেলপথ অবরোধের কারণে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সঙ্গে যোগাযোগ বিঘ্নিত হয় এবং সাধারণ মানুষ তীব্র ভোগান্তিতে পড়ে।
ডিসি জানান, ভাঙ্গার দুই ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করার সিদ্ধান্ত ফরিদপুর-২ ও ফরিদপুর-৪ আসনের জনগণ মেনে নিতে পারেনি। আন্দোলনে উভয় আসনের সর্বস্তরের জনগণ যুক্ত হয়েছে। বিষয়টি পুনর্বিবেচনা না করা হলে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা রয়েছে।
চিঠিতে ফরিদপুর-২ আসনের (নগরকান্দা ও সালথা) অন্তর্ভুক্ত আলগী ও হামিরদী ইউনিয়নকে পুনরায় ফরিদপুর-৪ আসনে (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) অন্তর্ভুক্ত করার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
এদিকে হামিরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোকন মোল্লা এলাকাবাসীর পক্ষে পাঁচ দফা দাবি তুলে ধরে দ্রুত সমাধানের আহ্বান জানিয়েছেন।