Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর জেলা ক্রীড়া সংস্থা থেকে কাজী এনামের অপসারণ দাবিতে স্মারকলিপি

যশোর প্রতিনিধি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে নতুন সংযুক্ত সদস্য কাজী এনাম আহমেদকে অপসারণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন যশোরের ক্রীড়া সংগঠক ও সাবেক খেলোয়াড়রা।

 

মঙ্গলবার দুপুর ১২টার দিকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মো. আজাহারুল ইসলামের কাছে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।

 

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, কাজী এনাম আহমেদ সাবেক এমপি কাজী নাবিল আহমেদের ভাই। আওয়ামী লীগ সরকারের আমলে দীর্ঘ সময় তিনি জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যুক্ত থাকলেও জেলার ক্রীড়াঙ্গনের উন্নয়নে বাধা সৃষ্টি করেছেন বলে অভিযোগ করা হয়। এছাড়া তার প্ররোচনায় যশোর স্টেডিয়ামের অংশ ভেঙে রাজনৈতিক জনসভা করার অভিযোগও স্মারকলিপিতে তোলা হয়।

 

স্মারকলিপিতে বলা হয়, বিতর্কিত ব্যক্তিকে অ্যাডহক কমিটিতে অন্তর্ভুক্ত করায় যশোরের ক্রীড়াঙ্গনে অচলাবস্থা ও জটিলতা আরও বাড়বে। তাই অবিলম্বে কাজী এনাম আহমেদকে কমিটি থেকে অপসারণের দাবি জানানো হয়। দাবি আদায় না হলে নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জাতীয় ক্রীড়া পরিষদকে বিষয়টি সমাধানে বাধ্য করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়।

 

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন যশোর জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাম, সাবেক ক্রিকেটার মুনীর আহমেদ সিদ্দিকী বাচ্চু, ক্রীড়া সংগঠক মোহাম্মদ শফিকুজ্জামানসহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।