জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়ন পরিষদে মানব পাচার প্রতিরোধ কমিটির দ্বিমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইউনিয়ন পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইউপি চেয়ারম্যান মাওলানা মোঃ আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। এসময় তিনি মানব পাচার প্রতিরোধ ও নিরাপদ অভিবাসন বিষয়ক তথ্যকর্ণার উদ্বোধন করেন। সভা পরিচালনা করেন জেলা সিটিআইটি সদস্য ও ইউপি উদ্যোক্তা মাসুদ করিম। বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন কমিটির সদস্য সচিব ও ইউপি সচিব মোঃ মতিউর রহমান।
আলোচনায় বক্তারা বলেন, মানব পাচারের শিকার হয়ে দেশে ফিরে আসা ভুক্তভোগীদের সামাজিক ও অর্থনৈতিক পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় সেবার নিশ্চয়তা প্রদান জরুরি। এ ছাড়া আগামী দুই মাসের করণীয় নির্ধারণ, মানব পাচারের ধরণ ও কৌশল, ঝুঁকিপূর্ণ এলাকায় সচেতনতামূলক সভা-সেমিনার আয়োজন এবং এ খাতে বরাদ্দকৃত বাজেট সঠিকভাবে ব্যবহার করার পরিকল্পনা গৃহীত হয়।
অনুষ্ঠানে রূপান্তরের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার দিপ্তী রায় এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর কুমারেশ মণ্ডল।
উল্লেখ্য, আশ্বাস প্রকল্পটি সুইজারল্যান্ড এম্বাসেডরের সহায়তায় ও উইনরক ইন্টারন্যাশনালের বাস্তবায়নে রূপান্তর সাতক্ষীরা জেলায় কার্যক্রম পরিচালনা করছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.