হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ধারা আদর্শ ডিগ্রি কলেজে নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নির্মাণাধীন নতুন ভবনের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ধারা আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তৌফিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজের গভর্নিং বডির সভাপতি আলীনূর খান।
প্রভাষক মৌমিতা পাল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান খালেদ আহমদ শামসুল আলম, শিক্ষক প্রতিনিধি মো. আছাদুজ্জামান আকন্দ, হিতৈষী সদস্য মো. মিজানুর রহমান, অভিভাবক প্রতিনিধি মজিবর রহমান, সহকারী অধ্যাপক মো. আব্দুল কাদির, সহকারী অধ্যাপক এ,কে,এম তোফায়েল আহম্মেদ প্রমূখ।
স্বাগত বক্তব্যে অধ্যক্ষ মো. তৌফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় বা কলেজ জীবন শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি একটি নতুন জীবন এবং নতুন দিগন্তের সূচনা। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, নিয়মানুবর্তিতা এবং শৃঙ্খলার উপর জোর দেওয়া হয়, যা ভবিষ্যৎ জীবনে সাফল্যের জন্য অত্যন্ত জরুরি।
এতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান বলেন, ধারা আদর্শ ডিগ্রি কলেজ অত্যন্ত ঐতিহ্যবাহী একটি প্রতিষ্ঠান। এখান থেকে সুশিক্ষা গ্রহণ করে সুনাগরিক হয়ে দেশের নেতৃত্বভার গ্রহণ করতে হবে। তরুণ প্রজন্মের চোখে আমরা সমৃদ্ধশালী দেশ গঠনের স্বপ্ন দেখি। তিনি মোবাইল আসক্তি থেকে শিক্ষার্থীদের দূরে থেকে খেলাধুলা ও বই পড়ার প্রতি আহবান জানান।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.