Nabadhara
ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মান্দায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে সহকারি শিক্ষকদের সংবাদ সম্মেলন

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)

নওগাঁর মান্দায় পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের তিন সহকারি শিক্ষক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।

 

অভিযোগকারীরা হলেন সহকারি শিক্ষক মোতাসন বিল্লাহ বুলু, জিয়াউর রহমান ও আব্দুর রহমান।

 

সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি শিক্ষার্থী-জনতার বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক পদত্যাগ করলেও এরপর থেকে তিনি সহকারি শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি করছেন। তার এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।

 

অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক বিভিন্ন বিল-ভাউচারে জোরপূর্বক স্বাক্ষর করিয়েছেন। এ কাজে সহযোগিতা না করায় তিনি কোচিং বাণিজ্যের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া তিনি অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, করোনা সময়ে স্বাধীনতা দিবস উপলক্ষে অর্থ উত্তোলন করে আত্মসাৎ, শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড দেওয়ার নামে টাকা গ্রহণ করলেও কার্ড না দেওয়া, এমনকি নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার লেনদেন করেছেন।

 

তিন শিক্ষক আরও জানান, সহকারি শিক্ষক মাহফুজুর রহমান উজ্জ্বল ১৩ মাস ক্লাস না করেও প্রধান শিক্ষকের যোগসাজশে নিয়মিত বেতন উত্তোলন করেছেন। এসব অনিয়মের প্রতিবাদ করাতেই তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।