সাজ্জাদুল তুহিন, মান্দা (নওগাঁ)
নওগাঁর মান্দায় পরানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের তিন সহকারি শিক্ষক। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তারা।
অভিযোগকারীরা হলেন সহকারি শিক্ষক মোতাসন বিল্লাহ বুলু, জিয়াউর রহমান ও আব্দুর রহমান।
সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করে বলেন, সম্প্রতি শিক্ষার্থী-জনতার বিক্ষোভের মুখে প্রধান শিক্ষক পদত্যাগ করলেও এরপর থেকে তিনি সহকারি শিক্ষকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করে মানহানি করছেন। তার এমন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।
অভিযোগে বলা হয়, প্রধান শিক্ষক বিভিন্ন বিল-ভাউচারে জোরপূর্বক স্বাক্ষর করিয়েছেন। এ কাজে সহযোগিতা না করায় তিনি কোচিং বাণিজ্যের মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। এছাড়া তিনি অতিরিক্ত ক্লাসের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়, করোনা সময়ে স্বাধীনতা দিবস উপলক্ষে অর্থ উত্তোলন করে আত্মসাৎ, শিক্ষার্থীদের ইউনিক আইডি কার্ড দেওয়ার নামে টাকা গ্রহণ করলেও কার্ড না দেওয়া, এমনকি নিয়োগ বাণিজ্যের মাধ্যমে কোটি টাকার লেনদেন করেছেন।
তিন শিক্ষক আরও জানান, সহকারি শিক্ষক মাহফুজুর রহমান উজ্জ্বল ১৩ মাস ক্লাস না করেও প্রধান শিক্ষকের যোগসাজশে নিয়মিত বেতন উত্তোলন করেছেন। এসব অনিয়মের প্রতিবাদ করাতেই তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেন তারা।