আনিস সুমন শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর মৌজার ১ একর ১৫শতক জমিতে সাতক্ষীরা আদালতে পি-মামলা ১৮৯/২০,টিআর -১১/২১ নং মামলা থাকায় বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নালিশি জমি বাদী বিবাদী ছাড়া সরকারিভাবে নিলাম খরিদের জন্য শ্যামনগর থানাকে নির্দেশ দেন।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা জমির চোহদ্দি উল্লেখপূর্ব গত ১৫/০১/২০২৫ তারিখে প্রকাশ্যে নিলাম প্রদান করেন। নিলামে চারজন ব্যক্তি অংশগ্রহণ করেন। উক্ত নিলামে সর্বোচ্চ ডাকদাতা মোঃ রুস্তম আলী গাজীকে ক্ষমতা পত্র প্রদান করেন। উক্ত জমি এলাকার প্রশান্ত মন্ডল, পলাশ মন্ডল, পরিমল মন্ডল,গনেশ মন্ডল,বাবু মন্ডল ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে।
এমনকি রাতের আঁধারে মাছ ধরছে, আটন তুলে নিয়ে যাচ্ছে, ঘেরের বাসা ভাংচুর করছে। এবং প্রকাশ্যে ঘের দখল করার হুমকি দিচ্ছে। মঙ্গলবার স্বরেজমিনে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর মুঠো কথা হলে তিনি বলেন নিলাম খরিদ পক্ষ আমার কাছে লিখিত অভিযোগ করলে আমি এসআই কামরুল ইসলামকে দায়িত্ব দিয়েছিলাম।
কামরুল উভয় পক্ষকে থানায় ডাকলে দ্বিতীয় পক্ষ আর ঘেরে যাবে না বলে জানান। এরপর তারা যদি জবরদখল করতে যায তবে আমি আইনগত ব্যবস্থা নিব।
ছবির ক্যাপশন- শ্যামনগরে রুস্তম আলীর নিলাম কৃত মৎষ্যঘের