স্টাফ রিপোর্টার,নড়াইল
জুলাই-আগষ্ট বিপ্লবের পর থেকে একটি স্বার্থান্বেষী মহল দেশ জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আসছে। এই মহলটি অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। একারণে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি খুব বেশি ভালো না। এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সন্দেহ সংশয় আরও ঘনীভূত হচ্ছে।
জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। এনিয়ে আপনারা সতর্ক ও সজাগ থাকবেন। ইনশাল্লাহ ফেব্রুয়ারীতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে ।
বুধবার (১৭সেপ্টেম্বর) দুপুরে ন্যাশনাল পিপলস্ পার্টি(এনপিপি)লোহাগড়া উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান,জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়কারী সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফরিদুজ্জামান ফরহাদ উপরোক্ত কথা বলেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এনপিপি নড়াইল জেলা শাখার সভাপতি শরীফ মুনীর হোসেন,এনপিপি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কাজী শওকত আলী, এনপিপির লোহাগড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রগমানসহ দলীয় নেতা-কর্মীরা।অনুষ্ঠিত কর্মীসভায় সাংগঠনিক বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.