মোল্লাহাট(বাগেরহাট)প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটের আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্টিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় চুনখোলা ইউনিয়নের শাসন সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে উক্ত সভায় বাগেরহাট জেলার পুলিশ সুপার কে এম আরিফুল হক (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডভুকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুল আলম ছানা, সহকারী পুলিশ সুপার ফকিরহাট সার্কেল ছয়রুদ্দিন আহম্মেদ, মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত সভায় পুলিশ সুপার বাগেরহাট সহ সকল নেতৃবৃন্দ এলাকায় আইন শৃংখলা রক্ষা ও মাদক নির্মূল করার জন্য সর্ব সাধারনের প্রতি আহ্বান জানান।