মোঃ জিহাদুল ইসলাম, নড়াইলঃ
ইজিবাইক চোর চক্রের একজন সদস্যসহ পাঁচটি চোরাইকৃত ইজিবাইক উদ্ধার করেছে নড়াইলের কালিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ২৬ জুলাই (সোমবার) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে কালিয়া ফেরীঘাট এলাকা থেকে চোর চক্রের সদস্য বাগেরহাট জেলার চিতলমারী থানার শিবপুর গ্রামের রসুল ভূইয়ার ছেলে মিলন ভূঁইয়াকে একটি ইজিবাইকসহ আটক করা হয়।পরে মিলন ভূঁইয়ার তথ্যর ভিত্তিতে অভিযান চালিয়ে খুলনা জেলার তেরখাদা থেকে আরও ৪টি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়।
এ ঘটনায় কালিয়া থানায় ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১৫ জনের নামে মামলা দায়ের করা হয়ছে বলে নবধারা কে জানান কালিয়া থানার ওসি সেখ কনি মিয়া।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

