আবিদ হাসান, মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পরেছে ৯ কেজির রুই মাছ।
১৮ ই সেপ্টেম্বর, দুপুরে, উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাটিকান্দি চরে জাল ফেলতেই ধরা পরে রুই মাছটি।
রুই মাছটি ফরিদপুর জেলার চরভদ্রাসন চরশালিপুর এলাকার শেখ বাদশা মিয়ার জালে ধরা পরে। রুই মাছটি ১৯ সেপ্টেম্বর শুক্রবার আন্ধারমানিক আড়তে সকালে বিক্রি করবেন বলেও জানান এই জেলে।
আরেক জেলে বাদশা মিয়ার ভাগিদার কুদ্দুস মৃধা বলেন, আমরা তিনজন ভাগিদার, এই রুই মাছ পেয়ে আমরা খুবই আনন্দিত। এক মাছেই ১২ হাজার টাকা মিলতে পারে বলে আশা তাদের। আগামীকাল (19.9.25) শুক্রবার সকালের মধ্যে যদি কেউ মাছটি ক্রয় করতে চায়, তবে 01739874529 নাম্বারে কথা বলতে অনুরোধ করেন।
মানিকগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, পদ্মানদীতে মাছের অভয়ারণ্য হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। জেলেদের নিয়মিত খোজখবর এবং সকল দিকে সর্বোচ্চ নিরাপত্তায় আমরা কাজ করছি নিয়মিত। পদ্মা নদীতে মাঝে মাঝে বড় বড় পাঙাশ, আইড়,রুই, কাতল, চিতল ও বোয়াল মাছ ধরা পরে। আজ বড় একটি রই মাছ ধরা পরেছে বলে শুনেছি। একটা সময় আরও বড় মাছ ধরা পরবে বলে আশা রাখছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.