হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০ জানুয়ারি উপলক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আতিকুর রহমান মিয়া।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদারের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আশরাফ আলী আশু মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক হায়দার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক তাপসি বিশ্বাস দুর্গা, উপজেলা আওয়ামী লীগ সদস্য হাফিজুর রহমান লেবু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, উপজেলা কৃষকলীগ নেতা সরদার মজিবুর রহমান, জেলা পরিষদ সদস্য শাহারিয়ার বিপ্লব. উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি সুন্সী আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মোল্যা, বাঁশবাড়িয়া আওয়ামী লীগের সভাপতি মনিরুজ্জামান মোল্যা, খান্দারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিলন মোল্যা, মহিলা লীগ নেত্রী শাম্মি আক্তার প্রমুখ।