Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আত্রাইয়ে পূজা মণ্ডপে নিরাপত্তা রক্ষায় আনসার-ভিডিপি সদস্যদের বাছাই সম্পন্ন

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে শারদীয় দূর্গাপূজার বিভিন্ন মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে এ বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যানা য়ায়, উপজেলায় ৫১ টি পূজা মণ্ডপে ছেলে ২০৬ ও মহিলা ৯০ জন বিভিন্ন পূজা মণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনের জন্য আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো.জগলুল আরেফিন। তিনি তার বক্তব্যে বলেন, ধর্মীয় অনুষ্ঠানসহ সকল জাতীয় অনুষ্ঠানেই আনসার ও ভিডিপির সদস্যরা

নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এবারের দূর্গাপূজাতেও তারা তাদের দায়িত্ব সফলভাবে সম্পাদন করবে বলে আমি বিশ্বাস করি। সকল পূজামণ্ডপে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা প্রস্তুত রয়েছি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা কামরুণ নাহার। তিনি বলেন, আনসার ভিডিপি সদস্যদের প্রশিক্ষণ ও তৎপরতা সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতির চিত্র ফুটিয়ে তোলে।

তাদের নির্বাচনের মাধ্যমে আমরা নিশ্চিত করেছি যে সর্বোচ্চ দক্ষতাসম্পন্ন সদস্যরাই পূজার নিরাপত্তা নিশ্চিত করবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক মোঃ ফিরোজ আলী সহ উপজেলার ৮ টি ইউনিয়নের ইউনিয়ন আনসার ভিডিপি কমান্ডারগণও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।