সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে স্ত্রী সুমাইয়া খাতুন সুরুভি হত্যা মামলায় স্বামী ইসমাইল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।
মামলার অপর আসামি সাহিদা বেগম (ইসমাইলের মা)-এর বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস প্রদান করা হয়েছে।
দণ্ডপ্রাপ্ত ইসমাইল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশা পূর্বপাড়া গ্রামের মো. আবু তালহার ছেলে।
এ মামলার প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. মাসুদুর রহমান (মাসুদ) রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের ইসমাইল হোসেন ও সুমাইয়া খাতুন সুরুভি, মেয়ে আব্দুল হালিম সরকারের, প্রেমের সম্পর্কের পর পালিয়ে গিয়ে বিয়ে করেন। কিন্তু বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে সুমাইয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল ইসমাইল।
এরই ধারাবাহিকতায় ২০২০ সালের ১৯ জুন, শুক্রবার দুপুরে ইসমাইল শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করে এবং পরে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে লাশ ফেলে পালিয়ে যায় সে ও তার পরিবারের সদস্যরা।
পরদিন নিহতের ভাই আবু হানিফ সরকার বাদী হয়ে কামারখন্দ থানায় ইসমাইল হোসেন, তার পিতা আবু তালহা এবং মা সাহিদা বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত বৃহস্পতিবার এ রায় প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.