মনিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মনিরামপুর উপজেলায় প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মীয় প্রতিনিধিদের অংশগ্রহণে সভাগুলো অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্নার সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি, জামায়াতসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সমাজের বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন। সভা শেষে জেলা প্রশাসক একটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এছাড়া, বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “স্বাস্থ্যসেবার মানোন্নয়নে করণীয়” শীর্ষক আরেকটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও নিশাত তামান্না এবং পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা. রুহুল আমিন। স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফায়াজ আহমেদ ফয়সালের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিত্বরা অংশ নেন। আবাসিক মেডিকেল অফিসার ডা. অনুপ কুমার বসু জানান, সভায় স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে উপজেলা বিএনপি। বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। সভায় জানানো হয়, এ বছর উপজেলায় ৯৭টি মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে এবং বিএনপির পক্ষ থেকে উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করা হবে।
এই ধারাবাহিক মতবিনিময় সভাগুলো মনিরামপুরে প্রশাসনিক কার্যক্রম, স্বাস্থ্যসেবা এবং ধর্মীয় সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় করতে সহায়ক হবে বলে সকলেই আশাবাদ ব্যক্ত করেন।