Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযান: রাঘব বোয়াল’রা অধরা, ক্ষোভ স্থানীয়দের

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ১৮, ২০২৫ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে রবি ঘোষ নামের এক যুবককে গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রশাসন এবং জনগণের একটি অংশের ধারণা, রবি ঘোষ এই মাদক চক্রের একটি ‘ছোট মাছ’ মাত্র। এই চক্রের মূল হোতারা, যাদেরকে ‘রাঘব বোয়াল’ হিসেবে অভিহিত করা হচ্ছে, তারা এখনো ধরাছোঁয়ার বাইরে। এ ঘটনায় স্থানীয় সুশীল সমাজ ও জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা প্রশাসনের প্রতি মাদক সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

প্রশাসন এবং সুশীল সমাজের মতে, রবি ঘোষের মতো মাদক বিক্রেতাদের ব্যবহার করে এলাকার প্রভাবশালী ব্যক্তিরা এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। প্রশাসনের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা। স্থানীয়দের আশঙ্কা, আলফাডাঙ্গায় এমন হাজারো রবি ঘোষ রয়েছে যারা ধরাছোঁয়ার বাইরে থেকে এই অবৈধ কারবারে যুক্ত।

আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মনিরুল হক সিকদার এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “শুধু রবি ঘোষের মতো ছোট মাদক কারবারিদের ধরলে সমস্যার সমাধান হবে না। আমাদের দেখতে হবে কারা তাদের এই কাজে ব্যবহার করছে। যতক্ষণ পর্যন্ত এই সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করা না যায়, ততক্ষণ এই ব্যবসা থামানো সম্ভব নয়।” তিনি আরও বলেন, “প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং কোনো ধরনের রাজনৈতিক বা সামাজিক চাপ উপেক্ষা করে এই রাঘব বোয়ালদের খুঁজে বের করতে হবে।”

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, “আমরা রবি ঘোষকে জিজ্ঞাসাবাদ করছি এবং তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে একটি বড় মাদক সিন্ডিকেটকে চিহ্নিত করার চেষ্টা করছি। আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এসেছে, যার ওপর ভিত্তি করে আমরা খুব দ্রুত অভিযান পরিচালনা করব।”

তিনি দৃঢ়তার সাথে বলেন, “খুব শীঘ্রই এই ব্যবসার মূল হোতাদের ধরা সম্ভব হবে।” তিনি আরও জানান, আলফাডাঙ্গায় মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এই কাজে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি রাসেল ইকবাল এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন।

তিনি বলেন, “আমাদের কাছে খবর এসেছে যে, কিছু প্রভাবশালী ব্যক্তি এই মাদক ব্যবসার পেছনে রয়েছে। আমরা প্রশাসনকে নির্দেশ দিয়েছি যাতে কোনো ধরনের প্রভাব বা চাপকে তোয়াক্কা না করে এই চক্রের মূল হোতাদের চিহ্নিত করা হয়।”

তিনি জনগণের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, “জনসাধারণের সহযোগিতা ছাড়া এই ধরনের অপরাধ দমন করা সম্ভব নয়। আমরা সবার প্রতি আহ্বান জানাই, মাদক সংক্রান্ত যেকোনো তথ্য সরাসরি প্রশাসনকে জানান।” তিনি আশ্বস্ত করেন, তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এই ঘটনা আলফাডাঙ্গার সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

একদিকে যেমন রবি ঘোষের গ্রেপ্তারে কিছুটা স্বস্তি এসেছে, তেমনি মূল হোতাদের ধরা না পড়ায় উদ্বেগও বেড়েছে। স্থানীয়দের মতে, যতক্ষণ পর্যন্ত এই মাদক সিন্ডিকেটের মূল হোতারা আইনের আওতায় না আসছে, ততক্ষণ আলফাডাঙ্গায় মাদকের বিস্তার ঠেকানো কঠিন হবে। তারা আশা করছে, প্রশাসন খুব দ্রুত পদক্ষেপ নিয়ে সমাজের এই ক্যানসারকে নির্মূল করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।