যশোর প্রতিনিধি
বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহের ৫৫তম জন্মদিন উপলক্ষে যশোরে নানা আয়োজনে তাকে স্মরণ করেছে ভক্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী কর্মসূচি।
প্রতি বছরের মতো এবারও কাঠেরপুল যুব সংঘ-এর আয়োজনে শহরের গাড়িখানা এলাকায় অনুষ্ঠিত হয় স্মৃতিচারণমূলক আলোচনা সভা, কেক কাটা ও প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট। অনুষ্ঠানে যশোরের বিভিন্ন এলাকা থেকে আসা অসংখ্য সালমানভক্ত অংশ নেন।
আলোচনায় বক্তারা সালমান শাহকে "অকাল প্রয়াত নায়ক" আখ্যা দিয়ে বলেন, সালমান শাহ আত্মহত্যা করেননি, বরং তাকে হত্যা করা হয়েছে। কিন্তু এখনো সুষ্ঠু তদন্তের মুখ দেখেনি এই রহস্যজনক মৃত্যু। তারা ড. মো. ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সালমান শাহ হত্যার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিচার দাবি করেন।
কাঠেরপুল যুব সংঘের পরিচালক শিমুল ভুইয়া বলেন, “সালমান শাহ কোটি ভক্তের হৃদয়ে আজো জীবন্ত। মৃত্যুর ২৪ বছর পেরিয়ে গেলেও আমরা তাকে ভুলিনি, ভুলবো না।” তিনি জানান, প্রতিবছরের মতো এবারও দোয়া, স্মরণ সভা এবং প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সালমান ভক্ত রিকি খান, সাকিব, রেহান, সেতু, রিংকু, ওয়াসিম, আকাশ হোসেন, হান্নান হোসেন, ফারুক হোসেন, হাবীব, নান্টু, সাফিন মুবিন প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.