এম এ ফয়সল, তালা (সাতক্ষীরা)
সাতক্ষীরার তালা উপজেলার মহান্দী প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে একাধিক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্তে নেমেছে প্রশাসন।
ভুক্তভোগী ছাত্রী ও তাদের অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মারুফুল হক মুকুল দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষে ছাত্রীদের উত্ত্যক্ত করেন এবং প্রাইভেট পড়ানোর সময় স্পর্শকাতর স্থানে হাত দিয়ে অশালীন আচরণ করেন। বিষয়টি অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে।
ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষক মারুফুল হক মুকুল বলেন, “আমি ষড়যন্ত্রের শিকার। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য নয়।”
স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, “এই শিক্ষক এর আগেও একই ধরনের আচরণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। তবে এবার আমরা অভিযোগের সত্যতা পেয়েছি।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন জানান, “অভিযোগের প্রেক্ষিতে আমি বিষয়টি লিখিতভাবে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নিকট প্রেরণ করেছি।”
তদন্ত কমিটি গঠন ও প্রশাসনিক পদক্ষেপ:
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান জানান, “ঘটনার সত্যতা যাচাইয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্যারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।”
তদন্ত কমিটির প্রধান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাহাত খান বলেন, “আমি সরেজমিনে তদন্ত করেছি, ভুক্তভোগী ছাত্রীদের জবানবন্দিও নিয়েছি। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার বলেন, “তদন্ত প্রতিবেদন হাতে পেলেই অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.