আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রী কলেজে রবিবার (২১ সেপ্টেম্বর, ২০২৫) নবীনবরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এই অনুষ্ঠান কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়, আর পুরো কলেজ চত্বর সাজানো হয় বর্ণিল সাজে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. মাফরুহা রহমান। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. মাফরুহা রহমান বলেন, “তোমরা যারা আজ এই কলেজে পা রাখলে, তোমরাই এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ। সুশিক্ষা, মূল্যবোধ এবং মানবিক গুণাবলি অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তোলো। কলেজ কর্তৃপক্ষ তোমাদের পাশে থাকবে সবসময়।”
অধ্যক্ষ এম.এম. মুজিবুর রহমান মুজিব তার বক্তব্যে বলেন, “শুধু একাডেমিক শিক্ষাই নয়, আমরা শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক গুণাবলি বিকাশে কাজ করে যাচ্ছি। নতুন শিক্ষার্থীরা এখন আমাদের পরিবারের অংশ। তাদের যেকোনো প্রয়োজনে কলেজ প্রশাসন সবসময় সহায়তা করবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—সহকারী অধ্যাপক নীল রতন বিশ্বাস, খান মারুফ সামদানি, নিখিল কুমার কুন্ডু প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মোঃ কাজী শরিফুল ইসলাম, হোসনেয়ারা ইসলাম, মোঃ রিপন খান, মোঃ শওকত হোসেন, মোঃ কামাল হোসেনসহ অনেকে।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী অধ্যাপক মোঃ মোজাফফর হোসেন এবং সহ-অধ্যাপক এ কে এম আরিফুজ্জামান। দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সকলকে আনন্দিত করে তোলে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.