আকাশ কুমার মানিক, টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি
টুঙ্গিপাড়া সরকারি কলেজে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর আদর্শ ও নীতি বাস্তবায়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কলেজের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মো. সাঈদ মাহমুদ। মিলাদ মাহফিলের শুরুতে কলেজ মসজিদের পেশ ইমাম সাঈদ হোসেন পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন।
বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীজানুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন যুক্তিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো. ফিরোজ আলম এবং ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কুতুব উদ্দিন খান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তহমিনা আকতার রোজী, কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস, কম্পিউটার বিভাগের প্রভাষক মো. বাবর আলী মোল্লা,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল লস্কর, সমাজকর্ম বিভাগের প্রভাষক রাকিবুল হাসানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
সভাপতির বক্তব্যে প্রফেসর মো. সাঈদ মাহমুদ বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্ম এবং মানবজাতির শান্তি প্রতিষ্ঠায় তার আদর্শ বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, “বিশ্বনবী যে নৈতিকতা, শান্তি ও মানবিক মূল্যবোধের শিক্ষাগুলো এনেছেন, সেগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। আমাদেরকে অনৈতিক চিন্তাধারা পরিহার করে নৈতিকতাবোধসম্পন্ন হতে হবে। বিশ্বনবীর আদর্শই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার একমাত্র উপায়।”
অনুষ্ঠানের সমাপনীতে হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও সকলকে তবারক বিতরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.