নবধারা প্রতিনিধিঃ
টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগনের সাথে আচরণ বিধিমালা প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে জেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে এ সভায় জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ ফয়জুল মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মোঃ ইলিয়াসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের,উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, নবনির্বাচিত মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীরা উপস্থিত ছিলেন।