মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের মোল্লাহাটে নতুন করে ২২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়েছে। শনিবার সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য বিভাগ ৬৫ জনের নমুনা পরীক্ষা করেন এর মধ্যে ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা মূখপাত্র ডাঃ জব্বার ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিপ্লব কান্তি বিশ্বাস নবধারা কে বলেন, মোল্লাহাটে দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগ ৬৫ জনের নমুনা সংগ্রহ করেন এর মধ্যে ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। নতুন করে সুস্থ হয়েছেন ১০১ জন করোনা রোগী এবং মৃত্য বরণ করেছেন ২ জন। করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে মোল্লাহাটে মোট ৪৪৩ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৮৮ জন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন আছেন ১৪৫ জন এবং মৃত্যু বরণ করেছেন ১০ জন। তিনি আরো বলেন অযথা কেউ বাড়ির বাইরে ঘোরা ফেরা করেবেন না ।জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করবেন। করোনা লক্ষণ দেখা দিলে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.