Nabadhara
ঢাকারবিবার , ১ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে দীর্ঘতর হচ্ছে করোনা টিকা নিতে আসা মানুষের লাইন

MEHADI HASAN
আগস্ট ১, ২০২১ ৮:০১ অপরাহ্ণ
Link Copied!

শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:

চিতলমারী স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিনিই করোনা টিকা নেয়ার লাইন দীর্ঘতর হচ্ছে। টিকা নিতে আসা শত শত মানুষ দীর্ঘ লাইনে দাড়িয়ে আছেন।দেখা দিয়েছে উপচেপড়া ভিড় । দীর্ঘ লাইনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন অশংখ্য নারী পুরুষ। নারী ও বয়স্করা পড়েছেন কঠিন বিড়ন্বনায়। ভ্যাকসিন নিতে আসা মানুষের ভিড় সামলাতে হিমসিম খাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। ( ১লা আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ চিত্র দেখা যায়।

টিকা নিতে আসা ব্যাক্তিরা জানান, সকাল থেকে রেজিস্টেশনের কাগজ জমা দিয়ে প্রচন্ড রোদের ভিতর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েও ভিড়ের কারনে টিকা নেয়া সন্বাব হচ্ছেনা। এপর্যন্ত চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্র থেকে ৮হাজার ৬২২জন মানুষ ১ম ও ২য় ডোজ টিকা গ্রহন করেছেন। পরবর্তিতে ৩ হাজার ৭৫২জন মানুষ ১ম ডোজ নিয়েছেন। এ টিকা কর্যক্রম চলমান রয়েছে।

চিতলমারী উপজেলা স্বাস্থ্য প:প: কর্মকর্তা ডা: মামুন হাসান নবধারা কে বলেন, টিকা গ্রহন কারী মানুষের সংখ্যা বাড়ছে।প্রতিদিন আমাদের ৪শ’ থেকে ৫শ’ডোজ টিকা দেয়ার সক্ষমতা আছে। আগামী ৭ আগস্ট থেকে উপজেলার ৭টি ইউনিয়নের ২১টি ভুতে টিকা প্রদান করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।