Nabadhara
ঢাকারবিবার , ১ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

মোল্লাহাটে প্রতিবন্ধী শিশুকে শিকল বেঁধে নির্যাতনকারীর ২মাস জেল

MEHADI HASAN
আগস্ট ১, ২০২১ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে গাছের নিচ থেকে একটি ছোলম (জাম্বুরা) কুড়িয়ে নেয়ায় বুদ্ধি প্রতিবন্ধী এক শিশুকে শিকলে বেঁধে দীর্ঘ ৬ ঘন্টা নির্যাতন করার ঘটনা উপজেলা প্রশাসন জানার পর দ্রুত খোজ-খবর নিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অপরাধী খায়ের শিকদার ওরফে সুদে খায়ের (৪০)কে ২মাস বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। গত শনিবার রাত ৯টার দিকে কচুড়িয়া খাঁ মার্কেটের সামনের সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জন সম্মূখে এ দন্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল। এসময় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াহিদ হোসেন উপস্থিত ছিলেন।

এলাকাবাসী জানায়, গত শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কচুড়িয়া গ্রামের মৎস্য জীবি ওবায়দুল মোল্লার দুই শিশু পুত্র রাস্তার পাশের গাছের নিচে পড়ে থাকা একটি ছোলম (জাম্বুরা) কুড়িয়ে নিয়ে যেতে থাকে। ওই ছোলম দেখে গাছের মালিক একই গ্রামের দেলোয়ার শিকদার’র ছেলে খায়ের শিকদার ওরফে সুদে খায়ের বুদ্ধি প্রতিবন্ধি আকিদুল (১৩)’কে ধরে মারপিট করতে করতে বাড়িতে নিয়ে শিকল দিয়ে বেঁধে দীর্ঘ ৬ঘন্টা নির্যাতন করে। উক্ত সময়ের মধ্যে আকিদুল’কে ছাড়াতে তাঁর দাদী কয়েকবার ওই বাড়িতে গিয়ে খায়ের’র হাত-পা ধরেছে। তবু মন গলে নাই সুদে খায়ের’র। একপর্যায়ে দাদীর অনুরোধে স্থানীয় ভোলা মেম্বার (সাবেক) ওই বাড়ি থেকে শিশুটিকে ছাড়িয়ে আনেন।

এ খবর পেয়ে প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম ওই এলাকায় জান এবং তাদের নিজস্ব ফেসবুক আইডিতে প্রকাশ করেন। এরপর শনিবার সন্ধায় বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষসহ উপজেলা প্রশাসনের নজরে পড়ে। উপজেলা প্রশাসন তাৎক্ষণিক ছুটে যান সংশ্লিষ্ট এলাকায়। এরপর খোজ-খবর নিয়ে অপরাধ প্রমানিত হওয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে অত্যাচারী খায়ের শিকদারকে ২মাস বিনাশ্রম কারাদন্ড দেন।তাৎক্ষণিক এ বিচারে সংশ্লিষ্ট এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

এসময়  কোদালিয়া ইউপি চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন শিকদার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারন সম্পাদক এম এম মফিজুর রহমান ও সিনিয়র সহ-সভাপতি শরীফ মাসুদুল করিম প্রমূখ উপস্থিত ছিলেন ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।