Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি 
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া সরকারি কলেজ প্রতিনিধি 

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে উৎসাহ-উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে নবীনবরণ অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে কলেজ অডিটোরিয়ামে অধ্যক্ষ প্রফেসর সাঈদ মাহমুদের সভাপতিত্বে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক জুয়েল লস্করের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মীজানুর রহমান, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. কুতুব উদ্দিন খান, শিক্ষক পরিষদের সম্পাদক মাসুদ মিয়া, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক তহমিনা আকতার রোজী, কৃষি শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ কুমার বিশ্বাস ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম।

 

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন। বক্তারা নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “এখানে ভর্তির সুযোগ পাওয়া মানেই মেধাবীদের মধ্যে থাকা।” তারা শিক্ষার্থীদের সন্ত্রাস ও নেশা থেকে দূরে থেকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে অসাম্প্রদায়িক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্যও তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

 

নবীন শিক্ষার্থীদের জন্য টুঙ্গিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে ৪০০ খাতা ও ৪০০ কলম উপহার দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী, কলেজ ছাত্রদলের সভাপতি মো. হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম বাহাউদ্দিন প্রমুখ।

 

অনুষ্ঠান শেষে কলেজ রোভার স্কাউটের পক্ষ থেকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।