Nabadhara
ঢাকারবিবার , ১ আগস্ট ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

চিতলমারীতে মটরসাইকেল চোর সিন্ডিকেটের ২সদস্য আটক, ৪ টি মোটরসাইকেল উদ্ধার

MEHADI HASAN
আগস্ট ১, ২০২১ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, চিতলমারী :

বাগেরহাটের চিতলমারীতে মোটরসাইকেল চুরির অভিযোগে পুলিশ দুইজনকে আটক করেছে। এ সময় তাদের দেওয়া তথ্যমতে চোরাইকৃত ৪ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। পুলিশের অভিযান এ অব্যাহত রয়েছে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সদর থানার একটি দল অভিযান চালিয়ে রবিবার (১ আগস্ট) ভোরে বাগেরহাটের চিতলমারী উপজেলার আড়ুয়াবর্ণি, খড়মখালী ও হিজলা এলাকা থেকে চোরাইকৃত ৪টি মোটরসাইকেল উদ্ধার করেন। এ সময় মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, চিতলমারী উপজেলার হিজলা গ্রামের এহিয়া কাজীর ছেলে মাসুক কাজী (৩০) ও গোপালগঞ্জের পাইককান্দি গ্রামের মৃত আব্দুর সত্তার শিকদারের ছেলে মনিরুজ্জামান মিলন (৪৮) ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান আল-মামুন মুঠোফোনে নবধারা জানান, গোপন সংবাদ পেয়ে তাদের একটি চৌকস দল বাগেরহাটের চিতলমারী উপজেলার বিভিন্ন স্থানে শনিবার রাত থেকে রবিবার (১ আগস্ট) ভোর পর্যন্ত অভিযান চালান। এ অভিযানে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ওই দুই সদস্যকে আটক করে এবং তাদের দেওয়া তথ্যমতে চোরাইকৃত ৪টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পুলিশের এ অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।