Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ধোবাউড়ায় ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ধোবাউড়ায় ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় এক ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ধোবাউড়া উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ উজ্জ্বল হোসেন ভিক্ষুকের হাতে একটি ভ্যান তুলে দেন। এর মাধ্যমে ভিক্ষুকটি স্বাবলম্বী হওয়ার সুযোগ পেলেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাজিমুল হালিম।

উপজেলা নির্বাহী অফিসার জানান, সরকারের ভিক্ষুক মুক্ত বাংলাদেশ গড়ার কর্মসূচির অংশ হিসেবে ধোবাউড়ায় ধাপে ধাপে ভিক্ষুকদের পুনর্বাসন করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরণের কর্মসূচি ভিক্ষাবৃত্তি হ্রাসে কার্যকর ভূমিকা রাখবে এবং পুনর্বাসিতরা সৎ উপায়ে জীবিকা নির্বাহ করে সমাজে সম্মানের সাথে বসবাস করতে পারবেন।

সংশ্লিষ্টরা জানান, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা হওয়ায় ভিক্ষুকরা শুধু আত্মনির্ভরশীল হবেন না, বরং তাদের পরিবারও উপকৃত হবে। স্থানীয় জনগণও এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।