কুষ্টিয়া প্রতিনিধি
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল কুষ্টিয়া ইউনিটের উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) মাহফিল, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে কুষ্টিয়া জেলা আইনজীবী সমিতি হলরুমে এ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম। প্রধান আলোচক ছিলেন কুষ্টিয়া-০৩ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা।
বক্তারা তাঁদের আলোচনায় রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ও শিক্ষা তুলে ধরেন। তাঁরা বলেন, ব্যক্তি ও সামাজিক জীবনে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণ করলেই একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব।
অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।