জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের জরাজীর্ণ অবস্থা দ্রুত সংস্কারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর কাছে স্বারকলিপি প্রদান করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য সুলতান মাহমুদ শুভর নেতৃত্বে বৃহস্পতিবার দুপুরে এ স্বারকলিপি প্রদান করা হয়।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, শহীদ সাজিদ ভবনের পূর্ব ও পশ্চিম পাশে পানির কারণে দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল সৃষ্টি হয়েছে এবং দেয়ালের প্লাস্টার খসে পড়ছে। এতে শিক্ষার্থীদের চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। এছাড়া, ভবনের শৌচাগারের পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে গিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে, যা শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। তদুপরি, ভবনের সিঁড়ি ভেঙে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। নেতৃবৃন্দ দ্রুত ভবন সংস্কার, পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নয়ন এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের দাবি জানান। সুলতান মাহমুদ শুভ বলেন, “শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।”
স্বারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক সদস্য লিমন ইসলাম, সাজ্জাদুর রহমান, আরিফুল ইসলাম, সোহেলুর রহমান (সোহেল), সম্রাট হোসেন বাবর, নয়ন কুমার দে প্রমুখ নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.