নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের দাসপাড়া গ্রামে সুখাইজুড়ি নদীর ওপর প্রায় ৭ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে নির্মিত দাসপাড়া সেতুটি এখনো জনসাধারণের কোনো কাজে আসছে না। সংযোগ সড়ক কাঁচা এবং ব্যবহারে অনুপযোগী থাকায় সেতুটি নির্মাণের দুই বছর পরও স্থানীয়রা কাঙ্ক্ষিত সুফল পাচ্ছেন না।
সরেজমিনে দেখা যায়, সেতুর উভয় পাশের প্রায় ২০০ মিটার সংযোগ সড়ক ইট বসিয়ে নির্মাণ করা হলেও বৃষ্টির পানিতে তা দেবে গিয়ে ভেঙে পড়ছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সড়কে সৃষ্টি হয়েছে গর্ত ও জলাবদ্ধতা। এতে সেতুতে যাতায়াত তো দূরের কথা, হেঁটেও যাওয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।
স্থানীয় সাবেক ইউপি সদস্য আলীম উদ্দিন অভিযোগ করে বলেন, “এত টাকা খরচ হলেও কাজের মান খারাপ। নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংযোগ সড়ক দেবে গেছে।” দরিল্লা গ্রামের বাসিন্দা উসমান গনি মাস্টার (৭০) জানান, আগে শুকনো মৌসুমে বাঁশের সাঁকো ও বর্ষায় নৌকায় নদী পার হতো মানুষ। সেতু নির্মাণ হলেও কাঁচা রাস্তার কারণে সহজ যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি।
ইজিবাইক চালক রাজু মিয়া বলেন, “আগে রাস্তা পাকা করে তারপর সেতু নির্মাণ করা উচিত ছিল। এখন সেতু আছে, কিন্তু ব্যবহার করা যাচ্ছে না।”
ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল গনি জানান, বৃষ্টির কারণে সংযোগ সড়ক দেবে গেছে, তবে শিগগিরই মেরামত করা হবে।
এ বিষয়ে নান্দাইল উপজেলা এলজিইডি’র প্রকৌশলী আব্দুল মালেক বিশ্বাস বলেন, “সেতুর সংযোগ সড়ক দেবে গেছে জেনে আমরা পরিদর্শন করেছি। ঠিকাদারকে দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কাঁচা সড়ক পাকা করার প্রস্তাবও পাঠানো হয়েছে।”
স্থানীয়রা বলছেন, যত দ্রুত সম্ভব সংযোগ সড়ক সংস্কার ও কাঁচা রাস্তা পাকা না করা হলে কোটি টাকার এই সেতু জনসাধারণের জন্য ‘অকার্যকর স্থাপনা’ হয়েই থেকে যাবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.