কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কটিয়াদীতে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জামায়াতে ইসলামীর উদ্যোগে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মূল দাবিগুলো ছিল: জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, ফ্যাসিবাদ ও দলীয় স্বৈরাচার দমন, লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ অন্যান্য সামাজিক ও রাজনৈতিক বিষয়।
বিকাল ৫টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কলামহল জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে কটিয়াদী বাসস্ট্যান্ডের কৃষ্ণচূড়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে সমাপ্ত হয়।
উপজেলা জামায়াতে ইসলামের আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার সভার সভাপতিত্ব করেন। সেক্রেটারি জেনারেল মাহমুদুল হাসান সঞ্চালনা করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক রমজান আলী। এছাড়া জেলা ইউনিট সদস্য অধ্যাপক রফিকুল ইসলাম খালেদ, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী শফিকুল ইসলাম মোড়ল, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি শহিদুল ইসলাম দুলাল, সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির ও উপজেলা শিবির সভাপতি মোহাম্মদ সিয়ামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আওয়ামী লীগ ও তাদের সহযোগী ১৪ দলকে নিষিদ্ধ করতে হবে, ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে এবং নির্বাচনের জন্য সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। সমাবেশে বিভিন্ন স্লোগানও উচ্চারিত হয়, যার মধ্যে ছিল: “ইনসাফের মার্কা দাড়িপাল্লা, পিআর ছাড়া নির্বাচন হবে না, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, গোলামী না আজাদী, আজাদী আজাদী।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.