দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
জুলাই সনদের আইনি ভিত্তি, পি.আর পদ্ধতিতে নির্বাচন, কাঙ্খিত সংস্কার, ফ্যাসিবাদের বিচার এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দুর্গাপুরে জামায়াতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দুর্গাপুর ফাজিল মাদ্রাসা থেকে শুরু হওয়া মিছিলটি দুর্গাপুর বাজারের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিবাদের পতন ঘটিয়ে একটি গণতান্ত্রিক ও ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় সাধারণ মানুষ ও ছাত্র-ছাত্রীদের পাশে রয়েছে। উপমহাদেশে ১৯৪১ সাল থেকে আল্লাহর আইন ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের সংগ্রাম অব্যাহত রয়েছে।” তিনি আরও বলেন, “একটি গোষ্ঠী ভোটকেন্দ্রে জামায়াতকে যেতে দেবে না বলছে, কিন্তু বাংলাদেশের মানুষ তা হতে দেবে না। আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বক্তারা পাঁচ দফা দাবির বাস্তবায়নের জন্য মাঠে জনমত গঠনের আহ্বান জানান। উল্লেখ্য, যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে একই দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশও দুর্গাপুর উপজেলা মোড়ে অনুরূপ বিক্ষোভ সমাবেশ করেছে।